সুমনা ওর কাঁধে হাত রাখে “ যত চিন্তা করবি কষ্ট পাবি রে! ভুলে যা !
প্লিস ! কত বছর তো কেটে গেছে! ছেড়ে দে! মনের মধ্যে এক ফোঁটা স্থান দিস না ,
আমিও তো ভোলার চেষ্টা করছি রে! শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি হবে , যা
হওয়ার তা তো হয়ে গেছে!” , সুশান্ত কিছুটা শান্ত হয় । “ এই তোর ক্লাসের
সময় হয়ে গেছে দেখেছিস কি!” , সুমনার কথায় ও চমকে ওঠে , “ সত্যি তো!
খেয়ালই করিনি! যাই উঠি! আজকে আবার ওদের কে একটা ইম্পরট্যান্ট টপিকের উপর
লেকচার দিতে হবে!” , উঠে পড়ে ও ।
কলেজ থেকে পাঁচটা নাগাদ বেরোল সুশান্ত । সুমনা আগেই বেড়িয়ে গেছে ।
পঁয়ত্রিশ বয়স হয়ে গেল ওর । কিন্তু ওকে দেখে মনে হয় পঞ্চাশ । প্রফেসর
হয় যে মাইনে পায় তাতে তো আরামসে নিজের স্ত্রী রিতা কে নিয়ে চলে যায় ।
এমনিতেই বড় বাপের ছেলে ও । কিন্তু ওর সমস্যা টাকা নয় , সেই নিদারুণ ঘটনা
যেন প্রত্যেক রাত্রে ওকে তাড়া করে বেড়ায় , কিছুতেই শান্তিতে ঘুমোতে পারে
না ও
Home
»
»Unlabelled
»
First Night Scene from a Telugu Movie
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment